Tuesday, March 13, 2007

অসমাপ্ত

কখনো রাত্তির আসে সশব্দ প্রপাতে
ভয়াল স্বাপদের অশুভ প্রশ্বাসে
ঝড় ওঠে উঠোন জুড়ে
ঘুমের চোয়াল গড়িয়ে নামে
তরল আতঙ্ক বিশেষ
আমরা যেন নির্ঘুম নিরব বাদুড়
আকাঙ্ক্ষার তীক্ষ্ণ নখরে খামচে থাকি
অস্তিত্বের কৃষকায় কার্ণিশ...

No comments: