Friday, March 9, 2007

সন্ধ্যাসারস

রাতগুলো কুহকী রানারের মতো...
ঝরে পড়া হলুদ বর্ণমালা
আনমনে বয়ে নেয় যোজন যোজন
ভেজা ভেজা শব্দের নিবিড় গন্ধে
জেগে ওঠে ঠোঁট আর গ্রিবার কম্পন
হঠাৎ নিঃশব্দ জোনাকির মতো
কারো দূরতম স্মৃতি কথা বলে ওঠে
সত্যিই, রাতগুলো দুর্দম রানার আর
তুমি তার সন্ধ্যাসারস, নীল সরোবরে একা...
দক্ষিণমুখী বাতাসের নিবিড় স্বজন

No comments: