নিষিদ্ধ স্রোতের বক্ররেখা বেয়ে সন্ধ্যা নামলো আবার
ফেব্রুয়ারির পিছলে যাওয়া পথে
উন্মত্ত হয়েছে অল্প কয়েকটি ক্ষুধা, বিস্ফোরণোন্মুখ!
হয়েছে পাথরের মতো জমাট, বোধ করি অল্প ক'জন
তবু মাংসপেশি ছিড়ে লাল ক্রোধ ছড়িয়ে পড়লে
কালচে হয়ে উঠতে পারে জলপাইরঙা স্বদেশ
ছাপ্পান্ন হাজারে আজ আমি ছাড়া কোন উন্মাদ নেই
ঘোষণা দিচ্ছি তাই, হ্যালোওওও!!
ভাবিনি কখনও
প্রতিধ্বনি করার মতো কোন দেয়ালও থাকবেনা
আশ্চর্য! এই বধিরালয় একদিন স্বদেশ ছিল!!
Friday, March 9, 2007
জলপাইরঙা স্বদেশ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment