Monday, March 19, 2007

যাতনার রাতলিপি

মিথষ্ক্রিয়ারা হয়তো হারাবে শেষে
অচেনা-হলুদ-নীরব-নতুন দেশে
ইথারে পোড়াও স্মৃতির ডায়েরী তবে
শুনেছি সেখানে দুর্মর জেগে 'বে
তোমার স্বপ্ন, আমার অসার গাঁথা
ভালবাসা, সুখ, কিলবিলে নীল ব্যাথা।

No comments: